আবেগ -মোহাম্মদ শামছ উদ্দিন
আবেগ কভু হয়না নকল হয়না পুরাতন,
আবেগ দিয়ে তাইতো মাপি মনুষ্যজীবন।
বাস্তবতা পুঁজিবাদের তৈরি হাতিয়ার,
মানবসমাজ অন্ধমোহে ছুটছে পিছু তার।
অন্ধসমাজ অন্ধমানুষ অন্ধ বিবেকবান,
আবেগবিহীন নীতিবিহীন চরম শাস্ত্রবান।
মুর্খের হাতে বিচারদন্ড মুর্খই শাসনতন্ত্র,
বনিক চালায় বিশ্বব্যাংক তারাই রাস্ট্রযন্ত্র।
বাস্তবতার দৌড় শিখিয়ে বাঁশি রাখে হাতে,
অন্ধমোহে ছুটছে মানুষ মরছে হাতেভাতে।
আবেগবিহীন এ জীবনের নেইকো কোন দাম,
শেষবিচারে বাস্তবতাই হবে বিধির বাম।
আবেগবিহীন জীবন সেতো লাটিম ছাড়া ঘুড়ি
মিথ্যা মেকি সকল ফাঁকি ছাড়বে ঝাড়িঝুড়ি।
আবেগ হেথা উন্নত শির আবেগ সমুন্নত,
বাস্তবতার হিংস্র থাবা হবেই পরাভূত।