করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন এম এ হক
বিয়ানীবাজারের ডাকঃ
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আরও ৫৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। শুক্রবার (৩ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে দৈনিক নমুনা পরীক্ষা শেষে ৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
ওসমানীর ল্যাবে করোনা পজিটিভের ৫৩ জনের তালিকার মধ্যে নাম রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হকের।
আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয় বৃহস্পতিবার।
এর আগে ৩০ জুন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এম এ হক।