কাতারে ফিরতে বিশেষ অনুমতি পেলো প্রবাসী বাংলাদেশিরা
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
কোভিড-১৯ এর কম ঝুঁকিপূর্ণ ৪০ দেশের তালিকায় নাম নেই বাংলাদেশের। তবে বাংলাদেশের নাম না থাকলেও শর্তসাপেক্ষে ধীরে ধীরে বাংলাদেশে ছুটিতে থাকা ১৪ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি কাতারে ফিরে যেতে পারবেন। কাতার সরকারের দেওয়া এমন ঘোষণায় গত ১লা আগস্ট থেকে কাতার পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয়েছে প্রবাসীদের আবেদনপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া।
ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণ করে কাতারে ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে অনেককে। তবে ফিরে আসার অনুমতি দেয়া হলেও কাতারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে কমিউনিটি ও দূতাবাস।
কাতারের কোভিড-১৯ নিয়ন্ত্রণে আসায় ছুটিতে থাকা প্রবাসীদের ফেরার সুযোগ দিচ্ছে দেশটির সরকার।
কম ঝুঁকিপূর্ণ ৪০ দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও শর্তসাপেক্ষে কাতারে ফিরে আসার প্রয়োজনীয়তা উল্লেখ করে অনলাইনে আবেদন করা প্রবাসীদের যাচাই বাছাই শেষে ফিরে করে আসার অনুমতি দেওয়া হচ্ছে অনেককে।
তবে কাতারে ফেরার অনুমতি মিললেও প্রবাসীরা যাতে দ্রুত আসতে পারে ও যারা এখনও অনুমতি পাননি তারাও যাতে ফিরতে পারেন, সেজন্য দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান প্রবাসী বাংলাদেশিরা।