কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্ত এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ ডিসেম্বর) রাতে মুরইছড়া বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকায় রাস্তার একটি বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শিমুল মল্লিক (২৫)। তিনি পেশায় সিএনজি অটোরিকশার ইঞ্জিনিয়ার। কর্মধা ইউনিয়ন পরিষদের দীঘলকান্দির বিনোদ মালাকারের ছেলে। আহত ব্যক্তির নাম কালা মিয়া (৩১) বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুই মোটরসাইকেল রাস্তার বাঁকে মুখোমুখি ধাক্কা লাগলে দুজন আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে গেলে শিমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কালা মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, ‘আমরা মোটরসাইকেল সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পেয়েছি। অন্যজন চিকিৎসাধীন। মোটরসাইকেল দুটি থানায় আনা হয়েছে।’