খাসাড়ীপাড়া ওয়ার্ল্ডওয়াইড গ্রুপের রমজান উপলক্ষে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন
বিয়ানীবাজারের ডাকঃ
“সেবাই আমাদের লক্ষ্য” মানুষের কল্যাণ সাধনের মহৎ উদ্দেশ্যে বিয়ানীবাজার পৌরশহরের খাসাড়ীপাড়া গ্রামের প্রবাসীরা প্রতিষ্ঠা করেছেন “খাসাড়ীপাড়া ওয়ার্ল্ডওয়াইড গ্রুপ”। গতবছর বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সময় অসহায় মানুষের সহায়তায় প্রবাসীরা তাদের কষ্টার্জিত আয় থেকে মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিষ্ঠা করেন এই গ্রুপের। শুরু থেকেই খাসাড়ীপাড়া গ্রুপ গৃহহীনদের গৃহনির্মাণ, অসুস্থদের চিকিৎসাসহ নগদ সহায়তা করে যাচ্ছেন। আসন্ন পবিত্র রমাজন মাস উপলক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) খাসাড়ীপাড়া শুকতারা জনমঙ্গল সমিতির সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গ্রামের মুরব্বি ফারুক উদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর মিছবা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, ভারপ্রাপ্ত মেয়র ছয়ফুক আলম ঝুনু, জেলা আ.লীগের সদস্য জাকির হোসেন, সাবেক কমিশনার কাজী আব্দুল বাসেত, আসাব আলী, শুকতারা জনমঙ্গল সমিতির সভাপতি মিজানুর রহমান রুমেল, বিয়ানীবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুকিত মুহাম্মদ প্রমুখ।
প্রদানকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- ৫০ কেজি চাল, পাঁচ কেজি ছোলা, ১০ লিটার তেল, ৫ কেজি ডাল, ১০ কেজি পেঁয়াজ, ১০ কেজি আলু চিনি, দুধ, ময়দা, সেমাই, লবন, সাবান গুড়ো মরিচসহ প্রায় সাড়ে লক্ষ টাকার নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এছাড়া প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৪ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়াও গ্রামের সবকটি মসজিদ মাদ্রাসার ঈমাম মোয়াজ্জিন ও শিক্ষকদের প্রত্যেক কে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
খাসাড়ীপাড়া শুকতারা জনমঙ্গল সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাসেল আহমদ জীবান, আতাউর রহমান, এমদাদুর রহমান ইমন, আজির উদ্দিন, তেরা মিয়া, আব্দুছ ছালাম প্রমুখ।