ঘুম ভেঙে দেখি স্কোর ৩৬৯, চোখ ধুয়ে দেখি ৩৬/৯ : শোয়েব
ভারত ৩৬ রানে অল-আউট
অনলাইন ডেস্কঃ
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে গেছে ভারত! বিশ্বের সেরা ব্যাটিং লাইন-আপ সমৃদ্ধ দলটি হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। সেটাও আবার মাত্র আড়াই দিনের মাথায়। ক্রিকেটের পরাক্রমশালী দলটির এমন অধঃপতনে ক্রিকেটবিশ্বে হাসির রোল উঠেছে। কোহলিদের উপহাস করতে ছাড়েননি শোয়েব আখতার।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘ঘুম ভেঙে উঠে দেখলাম স্কোর ৩৬৯। আমার মোটেও বিশ্বাস হচ্ছিল না। তারপর আমি আমার চোখে পানির ঝাপটা দেই এবং পুনরায় দেখি ৩৬/৯! আমি এটাও বিশ্বাস করতে পারিনি এবং আবারও ঘুমাতে চলে যাই।’ এরপর তিনি উর্দুতে লিখেন, ‘ভিডিও আসছে…!’
উল্লেখ্য, সিরিজের প্রথম অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ রান তুলেছিল ভারত। জবাবে প্রথম ইনিংসে অজিরা অল-আউট হয় মাত্র ১৯১ রানে। ৫৩ রানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ভেঙে পড়ে। তারা অল-আউট হয় মাত্র ৩৬ রানে। কোহলিদের রানগুলো দিয়ে বাংলাদেশের একটা মোবাইল কম্পানির নাম্বার হয়ে যায়।