জকিগঞ্জে ৪০ দিন নামাজ পড়ে সাইকেলসহ পুরস্কার পেল ৭৮ শিশু কিশোর
জকিগঞ্জ প্রতিনিধিঃ
টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে সাইকেলসহ নানা পুরষ্কার পেল জকিগঞ্জের ৭৮ জন কিশোর। শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলো উম্মতে মোহাম্মদী সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে জকিগঞ্জের ১০৮ জন কিশোর। এরমধ্যে সাইকেল পুরষ্কার পেয়েছে ১৭ জন।
উল্লেখ্য যে, উম্মতে মোহাম্মদী সেবা ফাউন্ডেশন জকিগঞ্জের উদ্যোগে জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুর বায়তুন নাজাত জামে মসজিদে মঙ্গলবার বিকেল ৩টার দিকে এমনই আয়োজন হল। জানা যায়, কয়েকদিন আগে উম্মতে মোহাম্মদী সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ ঘোষণা দিয়েছিলেন যে, শিশু কিশোররা যদি একটানা তকবীরে উলার সাথে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে পুরষ্কার দেয়া হবে।