জলঢুপে দু’পক্ষের সংঘর্ষে আহত ডালিমকে এয়ার এ্যাম্বুল্যান্সে ঢাকায় প্রেরণ
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
বিয়ানীবাজারের জলঢুপে ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জলঢুপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে সংর্ঘষে উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ফুটবলার ডালিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক তাকে শুক্রবার রাতে এয়ার এম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।
ফুটবলার ডালিম আহমদ উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ নিবাসী মরহুম আব্দুল মতলিব পুতুলের ছেলে।
এর আগে গতকাল শুক্রবার বিকালে জলঢুপ উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হলে তাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ডালিমের অবস্থার অবনতি ঘটলে সংকটাপন্ন ডালিমকে ডাক্তাররা তাকে ঢাকায় প্রেরণ করেন।