জুড়ীতে ইয়াবাসহ আটক ১
মৌলভীবাজারের জুড়ীতে ৩৪ পিছ ইয়াবাসহ শাহেদ আহমদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ।
রোববার (১৩ মার্চ) রাতে উপজেলার ভূয়াই বাজারে রাত্রিকালীন চেকপোস্টে দায়িত্বপালনের সময় সাহেদ আহমদ নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চেক করলে তার পকেটে ৩৪ পিছ ইয়াবা পাওয়া যায়।সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়।সে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার বড়ইকান্দি গ্রামের জমির আলীর ছেলে।বর্তমানে সে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হালগড়া গ্রামে বসবাস করে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, ভূয়াই বাজারে রাত্রিকালীন দায়িত্বরত এসআই সোহনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে সন্দেহ করে চেক করলে তার কাছে ৩৪ পিছ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধ আইন এর ৩৬(১)এর১০(ক)/৪১ ধারায় তার বিরুদ্ধে জুড়ী থানায় মামলা করা হয়েছে। আজ সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।