জুড়ীতে সড়কের পাশের ২২টি গাছ কেটে নিলেন বিএনপি নেতা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি-সাগরনাল সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২২টি গাছ কেটে বিক্রি করেছেন এক বিএনপি নেতা। সম্প্রতি গোয়ালবাড়ি ইউনিয়নের এরালীগুল গ্রামের দক্ষিণ গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে এসব গাছ কাটা হয়।
অভিযুক্ত ওই বিএনপি নেতার নাম মোস্তাক খান। তিনি গোয়ালবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালবাড়ি-সাগরনাল সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। ১০-১২ দিন আগে স্থানীয় বিএনপি নেতা মোস্তাক খান অনুমতি ছাড়াই ওই সড়কের পাশের ২২টি গাছ কেটে নেন। পরে সেগুলো স্থানীয় কাঠ ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা।
শনিবার দুপুরে সরজমিনে দেখা গেছে, দক্ষিণ গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া সড়কের পাশ থেকে গাছগুলো কাটা হয়েছে। কেটে নেওয়া গাছের গুড়ি এখনো সেখানে রয়েছে। কাটা গাছগুলোর মধ্যে রয়েছে আকাশি, বেলজিয়াম, করই ইত্যাদি।
জানতে চাইলে গাছ কাটায় অভিযুক্ত বিএনপি মোস্তাক খান বলেন, ‘সড়কের পাশের সরকারি জায়গার পাশে আমার জায়গা রয়েছে। গাছগুলো আমি লাগিয়েছি। তাই গাছগুলো কেটে বিক্রি করেছি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জুড়ীর উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেন, ‘সড়কের জায়গা থেকে অনুমতি ছাড়া গাছ কেটে বিক্রি করা যায় না। বিষয়টি কেউ জানায়নি। সরেজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’