তালতলায় পাইপ লিক হয়ে বের হচ্ছে গ্যাস
গত প্রায় এক সপ্তাহ সিলেট নগরীর তালতলা থেকে জিতু মিয়ার পয়েন্ট পর্যন্ত সড়কটি ছিলো জলমগ্ন। এ কয়দিন সড়কটিতে কোমর সমান পানি থাকায় যানবাহন চলাচল করতে পারেনি।
তবে বৃহস্পতিবার (১৯ মে) থেকে কমতে শুরু করে বন্যার পানি। শনিবার (২১ মে) সড়কটি থেকে পানি পুরোপুরিই নেমে গেছে। তবে পানি নামার পর দেখা যায়, সড়কের পাশের গ্যাস সঞ্চালন পাইপ লিকেজ হয়ে বিভিন্ন জায়গায় গ্যাস বের হচ্ছে। সে গ্যাস পানিতে তুলছে বুদ্বুদ। এ দৃশ্য দেখে শনিবার (২১ মে) বিকেল থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা সঙ্গে সঙ্গে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। তবে ‘জনবল সংকটের কারণে’ জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিতে পারছে না। এছাড়া বিষয়টি ‘বিপজ্জনক’ নয় বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস।
এ বিষয়ে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড-এর সিলেট অফিসের কর্মকর্তা মাছুম আহমদ শনিবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন, আমরা বৃহস্পতিবার খবরটি জানতে পারি। কিন্তু পানি পুরোপুরি না কমায় কাজ করতে পারিনি। আর আজ মানুষ নেই। আগামীকাল সকালে এসব লিক হওয়া পাইপ লাইনে কাজ করা হবে।
তিনি বলেন, এভাবে গ্যাস বের হওয়াটা বিপজ্জনক নয়। খোলা আগুন পাশে নিলেও অগ্নিকাণ্ড ঘটবে না।