দক্ষিণ সুরমার নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু!
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
সিলেট-ঢাকা মহাসড়কে আবারও ঘটেছে ভয়ানক দুর্ঘটনা। বুধবার (২৩ জুন) রাত ৯টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে যাওয়ার সময় এক রিকশাচালককে চাপা দেয় বেপরোয়া গতির একটি পিকআপ গাড়ি।
এসময় ঘটনাস্থলেই ওই রিকশাচালক মারা যান। তবে ঘাতক পিকআপ গাড়িটি পালিয়ে যায়।
মৃত ব্যক্তির নাম শামিম মিয়া (৪৫)। তিনি সিলেটে বিশ্বনাথ উপজেলার বৈরাগীবাজার এলাকার মৃত তরিক মিয়ার ছেলে। তিনি নাজিরবাজারে একটি কলোনিতে ঘর ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
মৃত্যুর বিষয়টি দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার সময় নাজিরবাজারে মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন শামিম মিয়া। এসময় ঢাকার দিক থেকে আসা সিলেটগামী একটি দ্রুত গতির বেপরোয়া পিকআপ গাড়ি শামিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই শামিম মিয়া মারা যান।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে, নাজিরবাজারে দুর্ঘটনার ফলে দুদিকে কয়েক কিলোমিটারজুড়ে সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর পুলিশ লাশ নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।