বাউল পথিক রাজু’র পরিচিতি গ্রন্থ ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাউল পথিক রাজু’র পরিচিতি গ্রন্থ ও প্রকাশনা অনুষ্ঠান গতকাল বুধবার (১৭/০২/২১) বিয়ানীবাজার পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়।

হযরত শাহ্জালাল (রহ:) বিভাগীয় বাউল সংসদের সভাপতি বাউল ফকির মহাজন আফছান উদ্দিন-এর সভাপতিত্বে এবং বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল কবির-এর উপস্থাপনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমিনিটি নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুলাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য্য, শাহ্জালাল সঞ্চয় ও ঋণদাণ সমবায় সমিতি বিয়ানীবাজারের চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্টু, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, শিকড় বাংলাদেশের মুখপাত্র ইঞ্জিনিয়ার মো: সাজিউল ইসলাম, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মস্তাক আহমদ খান, বৈরাগীবাজার পল্লী বাউল লোক সংগীতালয়ের প্রতিষ্ঠাতা ও সংগীত শিক্ষক এস এম মানিক।
বাউল পথিক রাজু বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিমাপুর গ্রামে ১৯৮২ সালের ৬ মে জন্ম গ্রহণ করেন। সংগীত জীবনে তিনি প্রথমে বাউল মুজিব সরকার ও বাউল কালা মিয়ার কাছে গানের তালিম নেন। এ পর্যন্ত তিনি সুনামের সাথে গেয়েছেন তিনির নিজের লেখা ও অন্যের লেখা অসংখ্য গান। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এছাড়াও রাজু বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শিল্পী। পিরিতি করিয়া ও সাধের জীবন নামে পথিক রাজুর দুটি গানের এলবাম রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *