বিআরটিসি ট্রাক চাপায় বিদ্যুৎ শ্রমিক নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) ট্রাক চাপায় এক কিশোর নিহত হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
রোববার বেলা ১২টার দিয়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম আনোয়ার মিয়া। ১৬ বছরের এই কিশোর মৌলভীবাজার জেলার শমশেরনগর উপজেলার আদিপুর গ্রামের বাতির মিয়ার ছেলে। সে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুত সমিতিতে শ্রমিক হিসেবে কাজ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, রোববার সকালে আনোয়ার মিয়াসহ কয়েকজন শ্রমিক ঠেলাগাড়ি দিয়ে বিদ্যুৎ খুটি নিয়ে যাচ্ছিল। এ সময় সিলেটমুখি বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) একটি ট্রাক আনোয়ারকে চাপা দেয়। এতে আনোয়ার ও তার একজন সহকর্মী আহত হয়। অন্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।
অন্য আহত রাকিব মিয়াকে (২১) গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।