বিয়ানীবাজারে ফেনসিডিলসহ আটক ১
নিজস্ব সংবাদদাতা :
বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে একজনকে।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থানাধীন চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সাল আহমদ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, ২ নম্বর চারখাই ইউনিয়নের অন্তর্গত আদিনাবাদ শেখপাড়া গ্রামের নুরুজ্জামান খসরুর বাড়ির ভাড়াটে বাসিন্দা সুফিয়ান আহমেদের কক্ষে অভিযান চালিয়ে ১৯৯ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ, যার মোট মূল্য ১ লক্ষ ৯৯ হাজার টাকা।
এসময় সুফিয়ান আহমদকে (২৮) আটক্করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
আটককৃত সুফিয়ান আহমদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।