বিয়ানীবাজারে মাসব্যাপী শ্রী শ্রী বাসুদেবের রথযাত্রা মেলার উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজার উপজেলার শ্রী শ্রী বাসুদেব মন্দিরের ঐতিহ্যবাহী মাসব্যাপী রথযাত্রা মেলা মঙ্গলবার ১১ জুলাই ভার্চুয়াল ভাবে শুভ উদ্বোধন করেন সাবেক সফল শিক্ষামন্ত্রী ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি।
বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও পঞ্চখণ্ড বাসুদেব সেবক সংঘের সভাপতি প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ-এর সভাপতিত্বে এবং বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি ও রথযাত্রা মেলা উদযাপন পরিষদের সদস্য সজীব ভট্টাচার্যের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, পৌর কাউন্সিলর এনাম উদ্দিন, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, রথযাত্রা মেলা উদযাপন মেলা উদযাপন পরিষদের আহবায়ক সত্যেশ ভট্টাচার্য, সদস্য সচিব অরুণাভপাল চৌধুরী মোহন ও বাসুদেব সেবক সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমিতাভ পাল চৌধুরী মিথুন সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন হৃষিকেশ দাস।
প্রায় ৭ শত বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্যের ধারক এই মেলাটি আবহমান কাল থেকে চিরাচরিত নিয়ম অনুসারে রথযাত্রার এক সপ্তাহ পর থেকে শুরু হয়ে এক মাসব্যাপি চলে। মাসব্যাপি রথযাত্রা মেলায় এরই মধ্যে রকমারি পণ্যের স্টল বসেছে। রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা।