বিয়ানীবাজার-গোলাপগঞ্জে নৌকার মনোনয়ন প্রত্যাশী এলিম চৌধুরী
নিজস্ব সংবাদদাতা
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন চান মঞ্জুর শাফি চৌধুরী (এলিম চৌধুরী)। তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। দেশের বিদ্যুৎখাতের বড় বড় উৎপাদক প্রতিষ্টানের সাথে জড়িত এলিম চৌধুরী পারিবারিকভাবে রাজনৈতিক পরিবারের সন্তান। তার বড় ভাই ফারুক চৌধুরী বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন। অপর বড় ভাই ইকবাল আহমদ চৌধুরী আমৃত্যু গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
রোববার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জে অবকাঠামোগত কাংখিত উন্নয়ন হয়নি। বিশেষ করে রাস্তাঘাট ভাঙ্গাচুরা থাকায় মানুষের দূর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হলে এই আসনের সবধনের উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। তবে বর্তমান সংসদ সদস্যও যথেষ্ট উন্নয়ন সাধিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য এই প্রার্থী জানান, যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, প্রবাসীদের স্বার্থের বিষয়টি বিবেচনায় নেয়া, কৃষি আবাদ বৃদ্ধি, নিজ নির্বাচনী এলাকাকে শিল্পোন্নত এলাকা হিসেবে গড়ে তোলা, এলাকাভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং শিক্ষা বিস্তারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তিনি আরো বলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছে। আর এই সময়ের মধ্যে তিনি মানুষের কাছে পৌছাঁতে পেরেছেন। এই আসনের মানুষ পরিবর্তন চায় বলেও দাবী করেন তিনি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ কি চায়, তা বুঝতে হবে। এই জনপদের মানুষকে ভালোবাসা দিয়ে কাছা টানা যায়। বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে কি কি সমস্যা আছে জানতে চাইলে তিনি বলেন, এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করার উদ্যোগ নেয়া হবে। যে এলাকায় যেমন সমস্যা সেই এলাকায় তা দূর করতে অগ্রাধিকার দেয়া হবে।
মতবিনিময়কালে উপস্থিত সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন বলেন, সিলেট-৬ আসনে আওয়ামীলীগ থেকে তিনিও নৌকা প্রতীক চাইবেন। তবে দল যাকে মনোনয়ন দিবে, সবাই তার পক্ষে কাজ করবেন।
সভায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক বলেন, গত কিছুদিন পূর্বে গোলাপগঞ্জে বর্তমান এমপি সাহেবের পক্ষে মিছিল হয়েছে। তবে এতে আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির কেউ ছিলনা। দলকে পাশ কাটিয়ে বিশেষ ব্যক্তিদের নিয়ে আয়োজিত এই মিছিল সম্পর্কে আমরা জেলা আওয়ামীলীগের কাছে নালিশ করি। পরে আমাদের আপত্তির কারনে নাগরিক সমাজের ব্যানারে এই শোডাউন করা হয়েছে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম চৌধুরী রিপন, সদস্য মহসিন মজনু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলার রুহিন আহমদ খান প্রমুখ।