বিয়ানীবাজার থেকে নতুন আরও ২৭ জনের নমুনা সংগ্রহ
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলা থেকে নতুন আরও ২৭ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। বিয়ানীবাজারে ইতিমধ্যে ব্যাংক কর্মকর্তা ও একই পরিবারের ৫ জনসহ ৪০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। অপেক্ষমাণের তালিকা যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে উৎকন্ঠা। কখন পরিস্থিতি কেমন হয় এ আশংকার মধ্য দিয়েই দিন পার করছেন বিয়ানীবাজারের মানুষ।
রবিবার (১৪ জুন) বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যানুযায়ী, নতুন সংগ্রহকৃত সন্দেভাজনদের ২৭ জনের মধ্যে ৩ জন আলীনগরের করোনা পজেটিভ হাসিনা বেগমের সংস্পর্শে আসা। ৬ জন চারখাইয়ের কালিপদ সরকারের সংস্পর্শে আসা। ৯ জনের মধ্যে করোনার প্রাথমিক উপসর্গ রয়েছে। এবং ৩ জন বিভিন্ন জেলা থেকে আগতও রয়েছেন। এছাড়া করোনা পজেটিভ ৬ জনের দ্বিতীয় নমুনাও প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে ২৩ জন পুরুষ আর ৪ জন মহিলা ও শিশু রয়েছেন। নমুনা প্রেরণকারিদের মধ্যে ১৩ জন পৌরসভার বাসিন্দা, বাকিরা পৌরসভার বাইরের।তাদের বয়স ১৮ বছর থেকে ৫৫ বছর পর্যন্ত। নমুনা সংগ্রহ করা সবাইকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে এবং তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সহযোগিতার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে।
নমুনা সংগ্রহ করা সবাইকে হোম কোয়ারান্টাইন নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সহযোগিতার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ করা হয়েছে।
বিয়ানীবাজার উপজেলাকে করোনামুক্ত রাখতে পুলিশ, সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণীপেশার মানুষের সম্মিলিত সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্যাম্পল সংগ্রহে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদের নেতৃত্বাধীন টিমে ছিলেন, এমটিইপিআই তপনজ্যোতি ভট্টাচার্য্য, ল্যাব টেকনিশিয়ান সুজন আহির, ল্যাব সহকারী মূসা, ওয়ার্ড বয় সঞ্জয় বিশ্বাস ও এ্যাম্বুল্যান্স চালক আনোয়ার হোসেন।