বিয়ানীবাজার প্রেসক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধণা এবং শীতবস্ত্র বিতরণ
নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজার প্রেসক্লাব ও জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধণা এবং শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ আফসানা তাসলিম বলেন, মুক্তিযোদ্ধারা চিরকাল জাতির হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁদের অমর কীর্তি সকল প্রজন্ম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দেশমাতৃকার মুক্তির জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন, এটা বিশ্বে বিরল। অল্পদিনে এই দেশ স্বাধীনতা পেয়েছে কেবল সঠিক নেতৃত্ব আর বাঙ্গালীর আবেগের জন্য। এই আবেগ ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, বিয়ানীবাজারের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এটা সত্যিই প্রশংসার। এই ধারাবাহিকতা বজায় রাখলে এবং সকলের সম্মিলিত অংশগ্রহণে দেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য-এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমরের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হক, জেলা আওয়ামীলীগের সদস্য ও শহীদ পরিবারের সন্তান জাকির হোসেন, মক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ কাদির, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা জওয়াদ আলী খান।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুম আহমদ, সদস্য মো. জহির উদ্দিন, জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শাহ আলম, প্রভাষক বিজিত আচার্য ও সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, উদীচির সাবেক আহবায়ক সরওয়ার হোসেন, প্রেসক্লাব সহ-সভাপতি হাসান শাহরিয়ার, সাংবাদিক আবুল হাসান, সাংবাদিক জসীম উদ্দিন, সাংবাদিক সামিয়ান হাসান, সাংবাদিক ইমাম হাসনাত সাজু, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুল ইসলাম, বৈরাগীবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি শাহাজাহান সিদ্দিক, সাংবাদিক মিছবাহ উদ্দিন, সাংবাদিক সাকের হোসেন, সাংবাদিক অরুন বৈদ্য, সাংবাদিক ওয়াসিম আকরাম সৌরভ, সাংবাদিক সাব্বির আহমদ প্রমুখ।
অনুষ্টানের সমাপনী অধিবেশনে বীর মুক্তিযোদ্ধাগণকে বীরত্বগাঁথা স্মারক ও নৈশ প্রহরীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।