বিয়ানীবাজারের ইমরান বাংলাদেশ বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ার
বিয়ানীবাজারের ডাকঃ
সরকার মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পেয়েছেন বিয়ানীবাজারের সন্তান মোহাম্মদ আবু ইমরান। সম্প্রতি তার এই নিয়োগ কার্যকর হয়েছে বলে জানা গেছে।
মোহাম্মদ আবু ইমরানের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের সুতারকান্দি গ্রামে। একই গ্রামের ছমির উদ্দিন দুদু ও মমতা বেগম দম্পতির ৮ ছেলে-মেয়ের মধ্যে আবু ইমরান তৃতীয় সন্তান। ছেলের এমন সাফল্যে গর্বিত ছমির উদ্দিন দুদু ও মমতা বেগম দম্পতি। ছেলের দীর্ঘায়ু ও কাজের অগ্রগতির জন্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।
উল্লেখ্য, আবু ইমরান পঞ্চখণ্ড হরগোবিন্দ (পিএইচজি) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে (বিএটিসি) প্রফেশনাল লাইসেন্স কোর্স অন এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে সফলতার সাথে কোর্সটি সম্পন্ন করেন।