বিয়ানীবাজারে ট্রাক-সিএনজি অটোরিক্সা শ্রমিকদের সংঘর্ষ, আহত -১১

নিজস্ব প্রতিনিধি
সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলায় শেওলা এলাকায় ট্রাক ও অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার ঘন্টাব্যাপী এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলায় শেওলা এলাকায় ট্রাক ও অটোরিক্সা চালকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষের কামাল হোসেন, আমির হোসেন, বক্কর, জয়নুল, নুর আলম, রনি, ইসলাম উদ্দিন, ফরিদ আহমদ, সাপলু, মন্নান, কাউছারসহ ট্রাক, সিএনজি অটোরিক্সা, বাস চালক ও হেল্পার আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। সংঘর্ষের কারণে সড়কে যানচলাচল বন্ধ থাকায় সড়কে দীর্ঘ যানজট দেখা দিলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পর যান চলাচল স্বাভাবিক হয় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, আমাদের জানামতে সংঘর্ষের ঘটনায় ১১জন আহত হয়েছেন। ঘটনাস্থলের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ দায়ের করেনি। আমরা অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *