বিয়ানীবাজারে নতুন সনাক্ত হওয়া ৪ করোনা রোগীর বাড়ি লকডাউন
বিয়ানীবাজারের ডাকঃ
বিয়ানীবাজার উপজেলায় গতকাল রোববার নতুন সনাক্ত হওয়া ৪ জন করোনা রোগীর বাড়ি আজ সোমবার সকালে নতুন আক্রান্তদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলদের করা লকডাউনের সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আবু ইসহাক আজাদসহ অন্যরা।
গতকাল বিয়ানীবাজার উপজেলায় নতুন সনাক্তরা হলেন- মাথিউরা ইউনিয়নের বেজগ্রামের তারেক আহমদ (২৫), চারখাই ইউনিয়নের আদিনাবাদের আঙ্গুরা বানু (৫৫), চারখাইয়ের কালিপদ সরকার (৫৮) ও বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডের কপু মিয়া (২১)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদেরকে বাড়িতে আইসোলেশনে রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক চিকিৎসা দেয়া হবে। ইতোমধ্যে তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। এছাড়া আক্রান্ত রোগীসহ তাদের পরিবারের সকল সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী, রোববার সনাক্ত হওয়া নতুন ৪ জনসহ এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জনে দাড়িয়েছে।