বিয়ানীবাজারে ব্যাংক এশিয়ার ৭ জন স্টাফসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদকঃ
বিয়ানীবাজার উপজেলায় করোনাভাইরাস এখন যেন লাগামহীন ঘোড়া। প্রতিদিনের সংক্রমণ বিবেচনায় পুরো উপজেলা এখন বিপজ্জনক পর্যায়। বিয়ানীবাজার পৌরশহরের ব্যাংক এশিয়ার ৭ জন স্টাফসহ নতুন করে আরও ১৪জনের করোনা শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সিলেট ল্যাবের নমুনা পরীক্ষার প্রতিবেদনে এসব পজেটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ২৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী নতুন আক্রান্তরা হলেন- কসবা বাঘের টিলার শাকেরা বেগম (২৬), শাহিন হোসেন (০৪) ও শিরিন হোসেন (০৬)। এছাড়া মাথিউরা খলাগ্রামের মোঃ সালেহ উদ্দিন (৫৮) ও ইবাদুর রহমান (১৯), কলেজ রোডের যাদব কর্মকার (৩৬), নয়াগ্রামের রজত চন্দ্র (১৮) এবং ব্যাংক এশিয়া বিয়ানীবাজার শাখার আক্রান্ত ৭ জন স্টাফ হলেন- মোঃ আতা এলাহী (৩৫),
সায়ফুর রহমান (৩৫), পার্থ সারথী চক্রবর্ত্তী (৩৩), মানিক দাস (৩২), শাখাওয়াত হোসেন (৩৭), নুরুল ইসলাম (৩২), মোঃ আখতার হোসেন (২৮)।
নতুন ১৪ জন নিয়ে এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪২জন এবং মারা গেছেন ৫জন।