বিয়ানীবাজারে শনাক্তের সংখ্যা দেড়শ’ ছাড়ালো; নতুন আক্রান্ত ৯ জন
নিজস্ব প্রতিবেদকঃ
বিয়ানীবাজার উপজেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দেড় শতাধিক পার করলো। রবিবার নতুন ৯ জনসহ উপজেলায় মোট ১৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সিলেটের শাবিপ্রবি’র ল্যাবের নমুনা পরীক্ষায় নতুন ৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে পৌরসভার নয়াগ্রামের ৩জন, খাসাড়ীপাড়ার ২জন, মোল্লাপুরের ২জন এবং ফতেহপুরের একজন এবং বৈরাগীবাজারের একজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪জন পুরুষ ও ৪জন নারী রয়েছেন। তাদের সকলের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেল আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বাড়ি সোমবার লকডাউন করা হবে। পাশাপাশি তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।
এদিকে, নতুন একজন নিয়ে এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন এবং মারা গেছেন ১১ জন।