বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৫ অগাস্ট সোমবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। কাউকে বিশেষ গুরুত্ব নয়, সবাইকে সমান চোখে দেখে সংবাদ প্রকাশ করতে হবে। সাংবাদিকদের কলম চলবে শোষন-বঞ্চনার বিপক্ষে, যা বঙ্গবন্ধু পছন্দ করতেন।
বক্তারা বলেন, রাজনৈতিক দৃষ্টিকোন সরিয়ে রেখে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে গুরুত্ব দিয়ে গণমাধ্যামকর্মীদের চলা উচিত। যে সরকারই ক্ষমতায় আসুক, এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। তারা আরো বলেন, সকল দূর্যোগ মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক এবং সুবিধার বিভাজন পরিহার করতে হবে।
বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাসুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক শিপার আহমদ পলাশ, সিনিয়র সদস্য আবুল হাসান, প্রভাষক বিজিত আচার্য, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক আমিনুল হক দিলু, সাংবাদিক সায়দুল ইসলাম, সাংবাদিক এম এ ওমর, সাংবাদিক সামিয়ান হাসান, সাংবাদিক ইমাম হাসনাত সাজু, সাংবাদিক রুহেল আহমদ, সাংবাদিক অরুণ বৈদ্য প্রমুখ।
আলোচনা সভা শুরুর পুর্বে ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।