মৌলভীবাজার পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌরসভা নির্বাচন ৩০
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তৃতীয়ধাপের নির্বাচনে মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে ঘোষিত তফসীল অনুযায়ী পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহার আগামী বছরের ১০ জানুয়ারি।
গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।
৬৪ পৌরসভার মধ্যে সিলেট বিভাগের মোট ৩ টি পৌরসভার মধ্যে সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভা ও জকিগঞ্জ পৌরসভার নামও রয়েছে।
৩য় ধাপের তফসিল ঘোষণায় ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।
ইসির তফসিল অনুয়ায়ী, প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এসময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপের দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় ও ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০ এর বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর একযোগে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ওই বছরের ২৪ নভেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। ওই সময় তফসিল থেকে ভোটগ্রহণ পর্যন্ত ৩৬ দিন সময় দিয়েছিল কমিশন। এছাড়া অন্য পৌরসভাগুলোর ভোট মেয়াদ অনুযায়ী বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়েছে।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর যে পৌরসভাগুলোর ভোট হয়েছিল তার বেশিরভাগের মেয়র ও কাউন্সিলর পরের বছর (২০১৬ সাল) জানুয়ারি-ফেব্রুয়ারিতে শপথ নেন। ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ হিসেবে আগামী বছর ফেব্রুয়ারিতে এসব পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে।