লাউতা উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
পুরোনো বন্ধুদের কাছে পেয়ে কেউ কুশল বিনিময়ে ব্যস্ত। একে অন্যকে বুকে জড়িয়ে ধরছেন কেউ। কেউ খুলেছেন গল্পের ঝাঁপি। যেন ফিরে গেছেন পুরোনো দিনে। বন্ধুদের এমন আবেগ, উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন আলগা হয়নি মোটেও, আছে প্রাণে প্রাণে।
বিয়ানীবাজার উপজেলায় প্রচীন বিদ্যাপীট লাউতা উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ এসএসসি ব্যাচের এক পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ‘বন্ধু, বন্ধুর সাথে’ চলার ৩০ বছর পূর্ণ হলো ২০২২ সালে। এর মধ্যে কেউ আছেন বিদেশে, আবার কেউ আছেন দেশে। কয়েকজন বন্ধু দিয়েছেন পরপারে পাড়ি।
মোহাম্মদ আব্দুল ওহাবের সঞ্চালনায় স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত মিলন মেলায় প্রথমে প্রয়াত বন্ধুদের উদ্দেশ্যে রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোঃ তাজ উদ্দিন।
এরপর শুরু স্মৃতিচারণ। এক সাথে বিদ্যালয়ে চলার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন সবাই। অনেকে আবার স্মৃাতিচারণ করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। অনেকে আবার পরিবারের সকলকে নিয়ে আবারও এ ধরনের মিলন মেলার প্রস্তাব করেন। সমস্ত দিনব্যাপী চলে আনন্দঘন আড্ডা। বিকাল বেলা বিদায় কালে সবার মন ভারাক্রান্ত হয়ে উঠে। আবার কবে জানি দেখা হবে কার সাথে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল হাকিম, সাইদুল ইসলাম, সাব্বির আহমদ, জামাল আহমদ, শাহজাহান সিরাজ, সজীব ভট্টাচার্য্য, আব্দুল জলিল খান, মামুনুল হক চৌধুরী, আব্দুল জব্বার, নজরুল ইসলাম, মোঃ তাজ উদ্দিন, জাকারিয়া হোসাইন, তপন ভট্টাচার্য্য, ছফর উদ্দিন, আসাদ উদ্দিন, জামিনুল রশীদ, হেলাল উদ্দিন, কয়ছর আহমদ, তোফায়েল আহমদ, রেহানা বেগম, মুসলিমা বেগম, জেসমিন বেগম, সাহিদা বেগম, রাশেদা বেগম রিলি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *