শ্রীমঙ্গলে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
শ্রীমঙ্গলে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত যুবক শহরের মিশন রোড এলাকার চাঁন মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৩) বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বেলা ৩ টার দিকে শহরের সোনা মিয়া সড়কে আলা বক্স মসজিদের পুকুরে সাঁতার শিখতে পানিতে নেমে পরে। এসময় সে সাঁতার না জানায় পুকুরে ডুবে গেলে স্থানীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
শাকিল শ্রীমঙ্গল পৌর যুবলীগ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ মানিক আহমদের ছোট ভাই বলে জানা গেছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করার আবেদন করেছেন তার পরিবার,পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে তাই পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ করা হয়নি ৷