সিলেটের এনাম উল ইসলাম সেরা রেমিট্যান্স প্রেরণকারী
বিয়ানীবাজারের ডাকঃ
আন্তর্জাতিক অভিবাসী দিবসে বিদেশ থেকে শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রেরণকারীর সম্মাননা পেলেন যুক্তরাজ্য প্রবাসী সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা স্যার এনাম উল ইসলাম। গত শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মাহফুজুর রহমানের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান।
এতে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক রত্নেশ্বর ভট্টাচার্য্য, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মাহির উল আলম, সাংবাদিক মুহিব চৌধুরী, সিলেট ওভারসিস সেন্টারের ওয়েলফেয়ার অফিসার আব্দুল মুসাব্বের, আটাব সিলেটের সভাপতি মোতাহার হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মীর কামরুল ইসলাম প্রমুখ।
স্যার এনামের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানুরাগী খলিলুর রহমান চৌধুরী ও কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮৩-৮৪ ব্যাচের সভাপতি শিক্ষানুরাগী জুবেদ আহমদ চৌধুরী শিপু। ডা. নাজরা চৌধুরী ক্রেস্ট গ্রহণ করেন।
প্রসঙ্গত, ২০২০ সালে যুক্তরাজ্য থেকে বৈধভাবে ছয় কোটি ২ লাখ টাকা দেশে রেমিট্যান্স পাঠান স্যার এনাম উল ইসলাম। যুক্তরাজ্য থেকে তিন কোটি ৮৫ হাজার টাকা রেমিট্যান্স পাঠান ডা. নাজরা চৌধুরী।