সিলেটে এক ফার্মেসীতে ৫০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ! বিক্রিও হচ্ছে নিয়মিত
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
সিলেটের টিলাগড় এলাকার শাহ কবির ড্রাগ হাউস নামের এক ফার্মেসিতে ৫০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে ভোক্তা অধিকার। পরে ওই ড্রাগ হাউসের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিলাগড় এলাকার ওই ফার্মেসি অনেক দিন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিল বলে অভিযোগ ছিল। আজ বিকেলে টিলাগড়ের ওই ফার্মেসি থেকে দীর্ঘক্ষণ অভিযান শেষে বিভিন্ন ওষুধ কোম্পানির ওষুধ পাওয়া যায়।
এছাড়া একই এলাকায় অন্য আরেকটি মুদি দোকান দয়াল স্টোরে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এ সময় এ দোকান থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সমগ্র দিন সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম মাসুদ জানান, প্রতিদিনের মতো আজ সিলেট সিটির বিভিন্ন এলাকায় দোকান ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিন লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে।