সিলেটে চলছে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়, নেই বিদ্যুৎ
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
কালবৈশাখী ঝড় শুরু হয়েছে সিলেটে। বুধবার দিবাগত (২২ এপ্রিল) রাত সোয়া ১২ টার দিকে বাতাস শুরু হয়। এখন তীব্র গতিতে বাতাস বইছে, সেই সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। বাতাসে প্রচুর ধুলা উড়ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাস শুরু হতেই সিলেটে প্রায় সর্বত্রই চলে গেছে বিদ্যুৎ।
এদিকে, বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সিলেটে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে তারপরের ২ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।