সিলেট নগরীর অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা থেকে সিলেট নগরীর অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। সিলেট কুমারগাঁও গ্রিডের মেইল লাইনের কয়েক স্থানে বৈদ্যুতিক তার পুড়ে যাওয়ায় এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকে নগরী ও শহরতলিতে মোষলধারে বৃষ্টি হয়। আর সন্ধ্যার পরপরই নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, লামাবাজার, রিকাবিবাজার, নয়াসড়ক, শিবগঞ্জ, শেখঘাট ও তলতলাসহ বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, কুমারগাঁও গ্রিডের মেইল লাইনের কয়েক স্থানে বৃষ্টির কারণে স্পার্ক করে বৈদ্যুতিক তার পুড়ে যাওয়ায় ডিভিশন-১ ও ডিভিশন-২ এর আওতাধীন বেশ কিছু এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তবে দ্রুত লাইনের মেরামত কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা (রাত সাড়ে ১০টা) পর্যন্ত নগরীতে বিদ্যুৎ সরবহরা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এতে চরম ভোগান্তিতে আছেন বিদ্যুৎহীন এলাকাগুলোর বাসিন্দা।