হাওরে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল ৬ কৃষকের
বিয়ানীবাজারের ডাক ডেস্ক :
সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ৷ এতে আরো কয়েকজন আহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সময় এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বজ্রপাতে ছাতকে ৩ জন, দোয়ারাবাজারে ২ জন ও তাহিরপুরে ১ জন নিহত হয়েছেন। নিহতদের সকলেই পেশায় কৃষক। তাদের মধ্যে ৩ জন কিশোর। তারা সবাই নিজ নিজ এলাকার হাওরে ধান কাটার সময় নিহত হয়েছেন বলে জানা যায়। তিন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বজ্রপাতে ৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।