অরুনাভ পাল চৌধুরী মোহন’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 

নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অরুনভি পাল চৌধুরী মোহনের এর উপর অতর্কিত হামলার প্রতিবাদে পুজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে শনিবার দুপুর ২টায় বিয়ানীবাজার পৌরশহরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি সাধন দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় পৌরশহরের পোষ্ট অফিস রাস্তার মুড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন, বিয়ানীবাজার বাসুদেব সেবক সংঘের সাধারণ সম্পাদক ধ্রুব পদ ভট্টাচার্য্য, রামকৃষ্ণ সেবাশ্রমে সভাপতি প্রিয়তোষ চক্রবর্তী, পুজা উদযাপন পরিষদের সদস্য সাংবাদিক সজীব ভট্টাচার্য্য, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মহেষ রঞ্জন ঘোষ, পুজা উদযাপন পরিষদের সদস্য বিবেকানন্দ দাস, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এহছানুল ইসলাম, সমাজ সেবক সালেহ আহমদ হেলাল, ওয়াহিদুল ইসলাম, ইসকন মন্দিরের অধ্যক্ষ সিদ্ধ গৌর দাস ব্রহ্মচারী, পুজা উদযাপন পরিষদের সদস্য ক্ষমা বৈদ্য, সহ-সভাপতি অজয় দাস, যুগ্ন-সম্পাদক সুজিত দে, সাধন কৃষ্ণ নাথ, সদস্য অনির্বান চন্দ পল্লব প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ১৫জুন অনুষ্ঠিত বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে পৌরশহরের দাসগ্রাম এলাকার বাসিন্ধা ও পুজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অরুনাভ পাল চৌধুরী মোহন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এহসানুল ইসলামের সমর্থক ছিলেন। এরই জের ধরে অপর পরাজিত প্রার্থী স্বরাজ উদ্দিনের ভাই চান্দ আলী কোন কারণ ছাড়া ২৩জুন রাত ৯টায় বিয়ানীবাজার সরকারী কলেজের সামনে অর্তকিত হামলা চালিয়ে তাকে আহত করে। হামলাকারী চলে যাওয়ার পর উপস্থিত লোকজন তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে যান। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ করেন আহত মোহন।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *