অস্ট্রেলিয়া বধের নায়ক সিলেটের নাসুম আহমদ; হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচ
বিয়ানীবাজারের ডাকঃ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক নাসুম আহমেদ। দলের নতুন এই সদস্য বাড়তি চাপ না নিয়ে পরিকল্পনা অনুযায়ী বোলিং করেই সাফল্য পেয়েছেন। এই সাফল্যের পথে তাকে সহায়তা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।
অজি বধে বড় ভূমিকা টাইগার স্পিনারদের। ১৩ ওভার বোলিং করে সফরকারীদের ৬ উইকেট শিকার করেছেন নাসুম-সাকিবরা। ৭১ রান খরচ করেছেন এই ১৩ ওভারে। এখানে আবার উজ্জ্বল নাসুম। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করেছেন এই বাঁহাতি। ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন সিলেটের এই স্পিনার।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নাসুম বলেন, ‘আমাদের টার্গেট ছিল রান চেক দিয়ে ডট বল করা। আর ঐ টাই চেষ্টা করেছি, উইকেট পেয়ে গেছি। সাপোর্ট বলতে সাকিব ভাই, রিয়াদ ভাই দুজনেই অনেক সাপোর্ট করেছে। আমার সাথে অনেক কথা বলেছে যতক্ষণ আমি বল করছিলাম। আর আমি ওভাবেই প্রয়োগ করার চেষ্টা করেছি।’