আগামী কাল শহীদ মনুমিয়া দিবস
বিয়ানীবাজার ডাক ডেস্ক :
আগামী কাল মঙ্গলবার ঐতিহাসিক ৭ জুন শহীদ মনুমিয়া দিবস । ১৯৬৬ সালের এ দিনে বঙ্গবন্ধু ঘোষিত ‘বাঙালির মুক্তিসনদ ছয়দফা’ দাবি আদায়ে আহুত সর্বাত্মক হরতাল চলাকালে পুলিশের গুলিতে এই বীর সন্তান শাহাদাত বরণ করেন।
শহীদ মনুমিয়া স্মৃতি পরিষদ, বিয়ানীবাজার এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করবে। কর্মসূচিতে রয়েছে, দুপুর ১২টায় বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে শহিদ মনু মিয়া স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল। কর্মসূচি সফলে সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ মো আলী আহমদ ও সদস্য সচিব খালেদ জাফরী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, শহীদ মনু মিয়া বিয়ানীবাজারের বীর সন্তান। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে তার বসতবাড়িতে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে ।