আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা
বিয়ানীবাজারের ডাক ডেস্ক
আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৩ ডিগ্রিতে। যা আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. আব্দুল আলিম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, দেশের সর্বনিম্ন তালিকায় শ্রীমঙ্গলের পরের অবস্থানে থাকা দুটি অঞ্চল হচ্ছে কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।