আজ সারা দিন আকাশ মেঘাচ্ছন্ন
নিজস্ব প্রতিনিধি
আজ সারা দিন থেকে মেঘাচ্ছন্ন আকাশ। একবারও সূর্যের দেখা মেলেনি। বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আজকে (বুধবার) ও আগামীকাল বৃহস্পতিবার এই দুই দিন অব্যাহত থাকবে। এ সময়ে রাতের তাপমাত্রা কমবে। শীতকালে এ ধরনের বৃষ্টি মাঝে মধ্যেই হয়ে থাকে। মাসের শেষ দিকে আসতে পারে শৈত্য প্রবাহ।
এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও কালকে দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে, ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।