সিলেটে আরও ৯১ জন করোনা শনাক্ত! মোট আক্রান্ত ১০৭৫
বিয়ানীবাজারের ডাকঃ
‘রেড জোন’ সিলেটে বেড়েই চলছে করোনার আতংক। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন আরো ৯১ জন। তন্মধ্যে গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় ধাপের নমুনা পরীক্ষায় ৩৬ জন এবং আজ (বুধবার) আরো ৩৬ জন করোনা শনাক্ত হয়েছেন।
বুধবার (১০ জুন) রাত দশটায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, গতকাল (মঙ্গলবার) নিয়মানুযায়ী দৈনিক ১৮৮ জনের পরীক্ষা হয়েছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে ১৮৮ জনের রিপোর্টের পুর্নাঙ্গ পরিসংখ্যান জানানো সম্ভব হয়নি। প্রথম ধাপে করা নমুনা পরীক্ষায় ৯৪ জনের মধ্যে ৫০ জন ছিল পজেটিভ এবং দ্বিতীয় ধাপের ৯৪ জনে ৩৬ পজেটিভ।
আরোও পড়ুনঃ বিয়ানীবাজারে আরো ৩ জন করোনা রোগী সনাক্ত, মোট আক্রান্ত ২৮
তিনি জানান, আজ (বুধবার) ওসমানীর পিসিআর ল্যাবে আরো ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ১৭৯টি নমুনা পরীক্ষা করে এই ৫৫ জনকে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়।
মঙ্গলবার (৯ জুন) দ্বিতীয় ধাপের নমুনা পরীক্ষায় আক্রান্ত ৩৬ জনের মধ্যে ৩২ জন সিলেট জেলার বাসিন্দা।
আজ (বুধবার) শনাক্ত ৫৫ জনের মধ্যে ৫৩ জন সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট আক্রান্ত ৯১ জনের মধ্যে রয়েছেন চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ১০৭৫ জন এবং বিভাগে ১৮২৪ জন।