একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রে
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
করোনার ধাক্কায় কাহিল যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় একেকদিন নতুন নতুন রেকর্ড করছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শুধুমাত্র মঙ্গলবারেই ৬০ হাজার জন নতুন করে শনাক্ত হয়েছেন। এর আগে একদিনে (২ জুলাই) ৫৫ হাজার ২২০ জন শনাক্ত হয়েছিল।
বিবিসির খবরে বলা হয়েছে, ক্যার্লিফোনিয়া ও টেক্সাসের প্রতিদিন গড়ে ১০ হাজার করে নতুন শনাক্ত হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, মহামারীর জন্য আমেরিকা একটি ভালো স্থান।
তবে, ডা. ফাউসি বলেছেন, দেশটি প্রথম করোনাভাইরাস তরঙ্গে হাঁটু সমান গেঁড়ে ছিল।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। অন্য যে কোনো দেশ থেকে আমেরিকায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেশি।