এবার মাশরাফি মুর্তজা’র ছোট ভাইও করোনায় আক্রান্ত
বিয়ানীবাজারের ডাকঃ
মাশরাফি বিন মর্তুজার পর এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেন তার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা। আজ মঙ্গলবার (২৩ জুন) করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ পান মোরসালিন।
করোনাকালে বড় ভাই মাশরাফির সঙ্গে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন মোরসালিন। সাবেক অধিনায়কের শরীরে কভিড-১৯ শনাক্ত হওয়ার পর মোরসালিন ভীত ছিলেন করোনা আক্রান্ত হওয়া নিয়ে। এই কারণে সোমবার পরীক্ষা করিয়েছিলেন। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে।’
খবরটি নিশ্চিত করে মোরসালিন জানিয়েছেন, করোনার কিছু উপসর্গ থাকলেও সুস্থ আছেন তিনি। এর আগে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন মাশরাফির শাশুড়ি ও তার স্ত্রীর বড় বোন।
মোরসালিনের পড়ালেখা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)। এই বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি খেলেছেন আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। অবশ্য বড় ভাই আন্তর্জাতিক পর্যায়ে খেললেও জাতীয় পর্যায়েও খেলার সুযোগ হয়নি মোরসালিনের।