ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে বিয়ানীবাজারে ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে উপজেলার পৌরসভা সহ সকল ইউনিয়নের ৮৮০জন মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ২টায় বিয়ানীবাজার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
বিয়ানীবাজারের ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৮০জন করে লোকের কাছে ঈদ উপহার বিতরণের নগদ অর্থ তুলে দেয়া হয়। এ সময় পৌর এলাকার ৮০জন উপকারভোগী উপস্থিত ছিলেন। ইউনিয়নগুলোর উপকারভোগীর অর্থ নিজ নিজ ইউপি চেয়ারম্যানদের কাছে তুলে দেন অতিথিবৃন্দ।
বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদের পরিচালনায় অন্ষ্ঠুানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান, ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ, চেয়ারম্যান মাহমুদ আলী, চেয়ারম্যান জহুর উদ্দিন, চেয়ারম্যান আব্দুস সালাম, চেয়ারম্যান আবু তাহের, চেয়ারম্যান আবুল খায়ের, চেয়ারম্যান শিহাব উদ্দিন, চেয়ারম্যান মাহবুবুর রহমান, চেয়ারম্যান আব্দুল মান্নান, চেয়ারম্যান গৌছ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ও যুক্তরাজ্য কম্উিনিটি নেতা অজি উদ্দিন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাসানুল হক উজ্জ্বল, আওয়ামীলীগ নেতা মোস্তাক আহমদ কাজল, সাইদুজ্জামান টিপু, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, গোলাবশাহ কিশোর সংঘের সাধারণ সম্পাদক আকবর হোসেন লাভলু, শিক্ষা সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংবাদিক সৈয়দ মুনজের হোসেন বাবু, সাংবাদিক জসীম উদ্দিন, সাংবাদিক বেলাল আহমদ, সাংবাদিক শহীদুল ইসলাম সাজু প্রমুখ।
বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি দেলোওয়ার হোসেন, সেক্রেটারী মাহবুবুল আলম রাজু ও ট্রেজারার দিলোওয়ার হোসেনের নেতৃত্বে যেসব মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে, তাদের প্রশংসার কথা বক্তরা তাদের বক্তব্যে তুলে ধরেন।