করোনায় আরও ২৭ প্রাণহানি, মোট মৃত্যু ৩৩৩৩

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট ৩ হাজার ৩৩৩ জন মারা গেছেন।

শুক্রবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।

তিনি জানান, এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২৭ জনের। মোট মৃত্যু ৩ হাজার ৩৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬০ জন কোভিড রোগ থেকে সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *