করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই, আজ ৭৭ জন!
বিয়ানীবাজারের ডাকঃ
করোনাভাইরাসে মৃত্যু এখন শুধু সংখ্যায় পরিণত হয়েছে! প্রতিদিনই দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছে, আর তা গণনা চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ জন। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। গতকাল ৬৩ জন ও গত পরশু ৭৪ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত মারা গেছেন নয় হাজার ৬৬১ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচ হাজার ৩৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। গতকাল সাত হাজার ৪৬২ জনের করোনা শনাক্ত হয়। এর আগে গত ৭ এপ্রিল সর্বোচ্চ সাত হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ছয় লাখ ৭৮ হাজার ৯৩৭ জন।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৬ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও পাঁচ হাজার ৩৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ।