করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে অভিনেতা অপূর্ব
বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ
করোনায় আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গতকাল (৩ নভেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে তাকে। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
জানা গেছে, পাঁচদিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। করোনা পরীক্ষা করা হলে গত ২ নভেম্বর পজেটিভ রিপোর্ট আসে অভিনেতার। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন জনপ্রিয় এ অভিনেতা।
অভিনেতার সর্বশেষ খবর জানতে চাইলে বুধবার (৪ নভেম্বর) দুপুরে নির্মাতা আরিয়ান সময় নিউজকে বলেন, ‘অপূর্ব ভাইয়ের শরীরের অবস্থার তেমন কেনো উন্নতি নেই। এখনো আইসিইউতে আছেন তিনি। রক্তের পরীক্ষাগুলো করা হয়েছে, আরও কিছু পরীক্ষা বাকি। সেগুলোর রিপোর্ট হাতে পেলেই উনার সর্বশেষ অবস্থা জানানো যাবে। মেডিসিন চলছে, ডাক্তাররাও পর্যবেক্ষণ করছেন। এখন আসলে সবার কাছে দোয়া চাই। আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।’
কোন হাসপাতালে ভর্তি আছেন অপূর্ব? জানতে চাইলে আরিয়ান বলেন, ‘আমরা আসলে হাসপাতালের নাম কোনো নিউজে জানাতে চাচ্ছি না।’
খোঁজ নিয়ে জানা গেছে, গেল সপ্তাহে সাগর জাহানের পরিচালনায় একটি নাটকের চিত্রায়ণ অংশ নিয়েছিলেন অপূর্ব।