করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩০২৭, মৃত ৫৫, সুস্থ ১৯৫৩
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ১৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনের করোনা শনাক্ত হলো।
মঙ্গলবার (৭ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে ও শনাক্ত কমেছে। গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ২০১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৪ জন।
ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।