করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫৩৩, মৃত ৩৩, সুস্থ ১৭৯৬
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২ হাজার ৪৫৭ জন। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনের।
নতুন করে মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ৬ জন নারী।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৬ জন। সব মিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৩ জন।