করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪২৩, মৃত ৩৫, সুস্থ ৫৭১
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন। মারা গেছেন ৩৫ জন। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫৬৩ জন। মোট মারা গেছে ৭৮১ জন।
বৃহস্পতিবার (৪ জুন) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
সর্বশেষ মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ৬ জন নারী।
ব্রিফিংয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৪ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ১৮৭টি নমুনা।
দেশে এখন ৫০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।