করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১৪১, মৃত ৩২, সুস্থ ৯০৩
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩২ জন। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা বাড়লেও মৃত্যু কমেছে।
রোববার (১৪ জুন) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫২০ জনের। মৃত্যু হয়েছে ১ হাজার ১৭১ জনের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ নিয়ে দেশে মোট ১৮ হাজার ৭৩০ জন সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ের তথ্য মতে, ১৪ হাজার ৫০৫ জনের পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। আগের দিন ১৩ হাজার ৬৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল।
দেশে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৪ হাজার ৬৫টি নমুনা। দেশের ৬০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। গত ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, অনেক বিশিষ্ট ব্যক্তি আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন। এটা অপূরণীয় ক্ষতি। চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম। তাই সতর্ক থাকুন।