করোনা আপডেট: ২৪ ঘন্টায় শনাক্ত ৩৮০৩, মৃত ৩৮, সুস্থ ১৯৭৫
বিয়ানীবাজারের ডাক ডেস্ক:
দেশে করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়াল। সংক্রমণের ১০৪তম দিনে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৮০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৩৮ জন। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন।
বৃহস্পতিবার (১৮ জুন) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৭ জন নারী।
ব্রিফিংয়ের তথ্যমতে, ১৬ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৭ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টি নমুনা।
এছাড়া এই সময়ে আরও ১ হাজার ৯৭৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ৪০ হাজার ১৬৪ জন।